জাগো জবস

উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে উদ্যোক্তা কথন

দেশে অনেক উদ্যোক্তা রয়েছেন, যারা নিজ নিজ উদ্যোগের মাধ্যমে সফল হয়েছেন। এমন উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে শুরু হয়েছে ভিডিও সাক্ষাৎকার ‘উদ্যোক্তা কথন’। এই সাক্ষাৎকারের মাধ্যমে তাদের উদ্যোগকে নবীন, তরুণদের সামনে তুলে ধরাই এর লক্ষ্য।

Advertisement

উদ্যোক্তা কথনের প্রথম সিজন শুরু হয়েছে ৮ জানুয়ারি থেকে। প্রথম সিজনে উদ্যোক্তার অনুপ্রেরণার গল্পে অতিথি ছিলেন পিটিআরসি’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক উম্মে শায়লা রুমকী। সাক্ষাৎকার নিয়েছেন আমিনুল ইসলাম।

সপ্তাহের প্রতি মঙ্গলবার নতুন নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে হাজির হবে প্রতিষ্ঠানটি। এ আয়োজনে বছরে ৩-৪টি সিজনে ভাগ করা হয়েছে। প্রতিটি সিজনে ১৩-১৪টি অনুপ্রেরণার গল্প নিয়ে হাজির হবে তারা।

> আরও পড়ুন- নিরাপদে বিদেশ যেতে যা করবেন

Advertisement

উম্মে শায়লা রুমকী বলেন, ‘এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এই সাক্ষাৎকার একটি মানুষের জীবন বদলে দিতে পারে। নতুন উদ্যোক্তাদের চলার পথ আরো সহজ করতে পারে।’

আমিনুল ইসলাম বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প (ভিডিও সাক্ষাৎকার) নিয়ে আমরা হাজির হবো। এতে একজন নবীন, তরুণ উদ্যোক্তার প্রাণশক্তি বাড়বে বলে আমরা বিশ্বাস করি।’

উদ্যোক্তা কথনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

ভিডিওটি দেখতে পারেন- 

Advertisement

এসইউ/এমকেএইচ