এবারের একুশে বইমেলায় আসছে মিনহাজ ফয়সালের নতুন দুটি বই। একটি শিশুতোষ ছড়ার বই ‘পাখি সব পাখা চায়’, অপরটি ‘এই শহরের সুখ’। বই দুটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। নিসা মাহজাবীনের অলংকরণে সিলেটের শব্দতারা প্রকাশন ও দাড়ি কমা প্রকাশনী বই দুটি প্রকাশ করছে।
Advertisement
সুনামগঞ্জ সদরের বুড়িস্থলে অ্যাডভোকেট আব্দুর রউফ ও রোকেয়া বেগমের পরিবারে জন্ম নেওয়া মিনহাজ ফয়সাল লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন সাহিত্যের ছোট কাগজ পিঁপড়া। সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে পেয়েছেন কেমুসাস তরুণ সাহিত্য পদক (২০১৬) ও কাব্যকথা জাতীয় সাহিত্য পদক (২০১৮)।
লেখকের প্রকাশিত বইগুলো হচ্ছে- কাব্যগ্রন্থ শব্দ দিয়ে আঁকা আবেগ (২০১৪), শিশুতোষ ছড়াগ্রন্থ চাঁদের বুড়ি (২০১৬), রোদের ডানায় ফড়িং নাচে (২০১৭), ছড়াগ্রন্থ আপনি আমি তুই (২০১৮), গল্পগ্রন্থ যতিহীন ভালোবাসা (২০১৬), মানুষ হাসতে জানে (২০১৭) এবং শিশুতোষ গল্পগ্রন্থ ম্যাজিক স্যার (২০১৮)।
এসইউ/এমকেএইচ
Advertisement