আন্তর্জাতিক

বিচ্ছেদ হচ্ছে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের

বিচ্ছেদের পথে হাঁটছেন বিশ্বের শীর্ষ ধনী এবং অ্যামাজন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস। ২৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

Advertisement

বুধবার এক টুইটে যৌথভাবে তিনি এবং তার স্ত্রী ম্যাককেনজি তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। ওই বিবৃতিতে এই দম্পতি জানান, দীর্ঘ সময় ধরে ভালোবাসা অনুসন্ধান এবং অনেকদিন থেকেই আলাদা থাকার পর তারা চূড়ান্তভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকবেই।

২৫ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠা করেন বেজোস (৫৪)। বর্তমানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের ধনী হিসাবে স্থান করে নিয়েছেন তিনি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। অপরদিকে বিল গেটসের সম্পদের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার।

Advertisement

টিটিএন/আরআইপি