একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি অভিনন্দন জানিয়েছেন। বুধবার শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। খবর- বাসস।
Advertisement
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আপনার (শেখ হাসিনা) পুনঃনির্বাচন আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে।’
বাংলাদেশের সঙ্গে লেবাননের গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করে সাদ হারিরি বলেন, আমাদের দু’দেশের মধ্যকার বন্ধন আগামীতে আরও জোরদার হবে।
গত ৩০ ডিসেম্বর (রোববার) বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ।এছাড়া এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৬টি আসন। অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন।
Advertisement
আরএস/আরআইপি