জাতীয়

এজেন্সিপ্রতি ওমরাহ যাত্রীর কোটা দ্বিগুণ হলো

এজেন্সিপ্রতি ওমরাহ যাত্রীর সংখ্যা দ্বিগুণ করলো সরকার। অর্থাৎ চলতি বছর (২০১৯) থেকে ওমরাহ হজ পালন কার্যক্রমে জড়িত এজেন্সিগুলো ৫০০ জনের পরিবর্তে সৌদি আরবে এক হাজার যাত্রী পাঠাতে পারবে।

Advertisement

মঙ্গলবার (৮ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮খ্রি. অনুচ্ছেদ নং ২১.২.৩ মোতাবেক ১৪৪০ হিজরি/২০১৯ সাল থেকে ওমরাহ এজেন্সিপ্রতি ওমরাহ যাত্রীর কোটা ৫০০ থেকে ১০০০ জনে নির্দেশক্রমে উন্নীত করা হলো।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর ধর্ম মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এজেন্সিগুলো সৌদি আরবে ৫০০ জনের বেশি ওমরাহ যাত্রী পাঠাতে পারবে না- বলে নির্দেশনা জারি করা হয়।

Advertisement

ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন।

এমইউ/বিএ