দেশজুড়ে

মায়াবী ঝর্ণায় উঠতে গিয়ে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের মায়াবী ঝর্ণার উপর উঠতে গিয়ে পা পিছলে পড়ে তাসফিকুর রহমান সিয়াম (২০) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তাসফিকুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার চুরখাই গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেনের ছেলে ও আইইউবিএটি কলেজের পঞ্চম সেমিস্টারের ছাত্র। নিহতের সহপাঠি হাসান ও রাজু জানান, সিয়ামসহ ১১ বন্ধু মিলে ঢাকা থেকে রোববার জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলে তারা জাফলং বল্লাঘাটের জিরো পয়েন্ট এলাকা থেকে কয়েকশ গজ পশ্চিম দিকে বাংলাদেশ ভারত সীমান্তের ১২৭২নং মেইন পিলারের কাছের ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় হঠাৎ করে পাহাড়ের গাঁ থেকে একটি পাথর খসে সিয়ামের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, খবর পেয়ে বিকেল ৫টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তিনি আরো জানান, সিয়ামের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে জাফলং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement