চলতি মৌসুমে শুরুতে টানা তিন প্রীতি ম্যাচে হেরেছে বার্সেলোনা। এরপর উয়েফা সুপার কাপে জয় পেলেও হজম করতে হয়েছে চার গোল। স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছেতো দাঁড়াতেই পারেনি। প্রথম লেগে ০-৪ ব্যবধানে হারের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে করে ১-১ গোলে ড্র। আজ আবার লা লিগার ম্যাচে সেই অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর রানার্সআপ রিয়াল মাদ্রিদ খেলবেন নবাগত স্পোর্টিং গিজনের বিপক্ষে। দলের অন্যতম সেরা ভরসা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ও উইঙ্গার পেদ্রো রদ্রিগেজ ন্যু ক্যাম্প ছেড়েছেন। নিষেধাজ্ঞার কারণে নতুন কেনা আরদা তুরান ও অ্যালেক্স ভিদালও জানুয়ারির আগ পর্যন্ত খেলতে পারবেন না। ইনজুরি থেকে ফিরলেও ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে নাও পেতে পারে তারা। চার ম্যাচের জন্য নিষিদ্ধ ডিফেন্সের অন্যতম ভরসা জেরার্ড পিকে। তাই প্রথম ম্যাচে ব্যাকফুটেই থাকবে বার্সেলোনা। তবে এটা নিয়ে ভাবছেন না বার্সার কোচ লুই এনরিকে। বলেন, এ মুহূর্তে আমরাই ফেভারিট, কারণ আমরা লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু এবার লিগটিতে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে, তিন থেকে চারটি দল শিরোপার জন্য লড়াই করবে।এছাড়া নেইমারের অনুশীলনে ফেরা নিয়ে বলেন, এটা তার প্রথম দিন। মনে হচ্ছে, সে মাত্রই প্রাক-মৌসুম শুরু করল। সে যখন খেলার উপযোগী হবে তখনই বিবেচনা করা হবে। এদিকে, গত মৌসুমে কোন শিরোপাই জিততে পারেনি স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বড় কোনো শিরোপা জিততে না পারায় চাকরি হারাতে হয় ইতালিয়ান কোচ কার্লো অ্যানচেলত্তিকে। তার স্থলাভিষিক্ত রাফায়েল বেনিতেজের অধীনে আজই লিগে প্রথম ম্যাচ খেলবে ‘লস ব্লাঙ্কোস’রা। প্রাক-মৌসুমে বেশ ভালো করেছে রিয়াল। প্রস্তুতি নিয়ে বেনিতেজ বলেছেন, ইতিবাচক অনেক কিছুই খুঁজে পাই আমি। এভাবে খেলতে পারলেই আমি খুশি হব। তবে এখনো অনেক জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। উল্লেখ্য, শুক্রবার মালাগা-সেভিয়ার ম্যাচ দিয়েই পর্দা ওঠে লা লিগার ২০১৫-১৬ মৌসুমের। আরটি/এএইচ/এমআরআই
Advertisement