দেশজুড়ে

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বাগেরহাটে রোববার সকাল এবং নোয়াখালীতে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রবিবেদনে বলা হয়-বাগেরহাট : রোববার সকালে বাগেরহাট শহরের পুরাতন বাজার শহর রক্ষা বাঁধ এলাকায় পথচারীকে বাঁচাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হাসান হাওলাদার বাবু (২৮) বাগেরহাটের কচুয়া উপজেলার দক্ষিণ মাধবকাঠি গ্রামের কাশেম হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পথচারী ইনতাজ শেখ (৭০), মোটরসাইকেল আরোহী বজলুর রহমান শেখ (৬০) ও তার ভাই সাইদুল শেখ (৪৭)।  হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল শেখ জানায়, রোববার সকালে বাগেরহাট আদালতে হাজিরা দিয়ে বড় ভাই বজলুর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলেযোগে কচুয়ায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাদের ভাড়া করা মোটরসাইকেলটি পুরাতন বাজার মোড়ের শরহরক্ষা বাঁধ এলাকায় পৌঁছালে এক বৃদ্ধ পথচারী হঠাৎ রাস্তা পার হতে গিয়ে তাদের গাড়ির সামনে পড়ে। এ সময় চালক তাকে বাঁচাতে গেলে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে আহত অবস্থায় চারজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক হাসান দুপুরে মারা যান। অন্য ৩ জন হাসপাতালে চিকিৎসা ভর্র্তি রয়েছে।নোয়াখালী:নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টমটম বোঝাই গাড়ির চাকায় পিষ্ট হয়ে বাদল চন্দ্র দাস হৃদয় (২২) নামে এক ব্যক্তির নিহত  এবং আব্দুল হক (৬০) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে  উপজেলার এতিমখানা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মন্টু দাসের ছেলে।হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টমটম গাড়িটি আটক করা হয়েছে। শওকত আলী বাবু/মিজানুর রহমান/এসএস/আরআইপি

Advertisement