অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং মেলবোর্নে অবস্থিত বিদেশি দূতাবাসে সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
Advertisement
মেলবোর্নের মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড জানিয়েছে, শহরজুড়ে বেশ কিছু দুর্ঘটনায় তাদের সাহায্য চাওয়া হয়েছে। ব্রিটিশ এবং সুইস দূতাবাসও এর মধ্যে রয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যেসব বস্তু পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করছে জরুরি সেবা দফতর। পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, গ্রিস এবং ইতালির দূতাবাসে জরুরি বিভাগের কর্মীদের দেখা গেছে।
Advertisement
তবে দূতাবাসের কোন কর্মী বা কর্মকর্তা এই ঘটনায় জড়িত কীনা তা এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। ব্রিটিশ হাই কমিশনের এক কর্মকর্তা বলেন, আমরা ফেডারেল পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। আমাদের সব কর্মীই নিরাপদ আছেন।
টিটিএন/পিআর