খেলাধুলা

অতিরিক্ত ‘কাজের চাপ’ : তিন সিরিজ বিশ্রামে বুমরাহ

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজ দলের পেস বোলারদের বিশ্রামের ব্যাপারে অনেক আগে থেকেই তৎপর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপে যাতে জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমারদের কাছ থেকে সেরাটা পাওয়া যায় সেটা নিশ্চিত করতে বেশ সরব ভূমিকা পালন করছেন কোহলি। 

Advertisement

তার এই চেষ্টা তদবিরের প্রথম সাফল্যটাও মিলেছে বছরের শুরুতেই। গত কয়েকদিনে অনেক বেশি ‘কাজের চাপ’ থাকায় বছরের শুরুতে তিনটি সিরিজে দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

বুমরাহকে বাইরে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুমরাহর পরিবর্তে এ তিন সিরিজে ডাক পেয়েছেন মোহাম্মদ সিরাজ। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে দুই দলের অন্যসব পেসারদের চেয়ে বেশি বোলিং করেছেন বুমরাহ। নাথান লিয়নের (২৪২.১ ওভার) পর বুমরাহই বোলিং করেছেন সবচেয়ে বেশি, ১৫৭.১ ওভার। এছাড়া ২০১৮ সালে পুরো বছরে দ্বিতীয় সর্বোচ্চ ৫১১.৩ ওভার বোলিং করেছেন তিনি। শিকার করেছেন বছরের সর্বোচ্চ ৭৮টি উইকেট। 

Advertisement

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, কেদার যাদভ, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, খলিদ আহমেদ এবং মোহাম্মদ শামী। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিশাভ পান্ত, দীনেশ কার্তিক, কেদার যাদভ, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, খলিদ আহমেদ এবং সিদ্ধার্থ কাউল। 

Advertisement

এসএএস/এমকেএইচ