নিয়োগ পাওয়ার পর প্রথম দিন অফিসে এসেই ভূমির দুর্নীতিতে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। যিনি আগে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
Advertisement
মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।’
‘সবাইকে দায়িত্ব নিয়ে কাজের মাধ্যমে চমক দেখাতে হবে। আমি বারবার বলছি, জনগণের সেবাকে গুরুত্ব দিতে হবে। এখনও মাঠ পর্যায়ে হয়রানি হচ্ছে, যারা দুর্নীতি করছেন, তারা সতর্ক হয়ে যান। দুর্নীতি ছেড়ে দেশের উন্নয়নে ভালোভাবে কাজ করুন’,- বলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য জাবেদ।
Advertisement
মন্ত্রী বলেন, ‘টিম ওয়ার্কের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজে চমক সৃষ্টি করে ভূমি মন্ত্রণালয়কে অন্যান্য মন্ত্রণালয়ের কাজের মানের দিক থেকে টপ-টেনে পৌঁছাতে হবে। আগামী দুই বছরের পরিকল্পনা আমরা নেব। মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোকে অটোমেশনের আওতায় আনা এবং প্রত্যেক অফিসে সিসি ক্যামেরা বসানো হবে।’
তিনি বলেন, ‘সবাই সঠিকভাবে যার যার অর্পিত দায়িত্ব সম্পন্ন করলে আর কোনও চ্যালেঞ্জ থাকে না। ভূমির মাঠপর্যায়ে সর্বোচ্চ দক্ষতা, জবাবদিহি থাকতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করতে হবে। সবার মধ্যে ইন্টারঅ্যাকশন থাকা উচিত। সব কাজ নিয়ম, নীতিমালা ও পদ্ধতি অনুসরণ করে করতে হবে।’
ব্যর্থতার দায়ভার নিয়ে ভূমি মন্ত্রণালয় ত্যাগ না করার অঙ্গীকার করেন মন্ত্রী।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে মন্ত্রণালয় ও এর অধীন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
আরএমএম/জেডএ/পিআর