দেশজুড়ে

ডুমুরিয়ায় সাপের কামড়ে মৃত ১, আহত ১৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গামে গত ২০ দিনে সাপের কামড়ে ১ কিশোরের মৃত্যুসহ ১৫ জন আহত হয়েছেন। গ্রামবাসী জানায়, শনিবার রাত ৯টার দিকে গ্রামের জনি, ফজলুর রহমান ফজু ও সেলিম উদ্দিন সাপের কামড়ের শিকার হন। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসকের নিকট নেয়া হয়। প্রতিদিন গ্রামের বাসা-বাড়ির আঙ্গিনা, পরিত্যক্ত ঘর, ইট ও বিচলী গাদা এবং ঝোপ-ঝাঁড়ের পাশে বিষধর সাপ ও সাপের বাচ্চা দেখা যাচ্ছে।  ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে মেধাবী স্কুলছাত্র সিজার (১৪) ১৫ দিন আগে রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মারা যায়। এছাড়া সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামের ছেলে মিন্টু (৩২), মৃত রহিম বক্সের ছেলে রবজ্জ্বল হোসেন (৫৫), রেজাউল ইসলামের ছেলে আলামিন (১২), আব্দুল হান্নানের ছেলে শিল্টু (৩৫), মৃত নজির আহম্মদের ছেলে আকাল মন্ডল (৫৫), মৃত আফছার আলীর ছেলে জাকার আলী (৪৮), রমজান আলীর ছেলে আব্দুল মজিদ (৩৫), মৃত আব্দুর রহিমের ছেলে নজির আহম্মদ (৬৫), আব্দুর রহমান ছোট মেয়ে লাকী খাতুন (১৪), মৃত দীন মোহাম্মদ মাস্টারের ছেলে মোকাদ্দেস আলী (৪৮) ও প্রফেসর আব্দুল ওয়াদুদুর রহমানের মেয়ে জেসমিন আক্তারকে (২৪) সাপে দংশন করে। এলাকাবাসী আরো জানিয়েছে, অতি বর্ষণের কারণে গ্রামের চারিদিকের মাঠ-ঘাট, খাল-বিল ও জলাশায় পানিতে তলিয়ে গেছে। ফলে বাঁচার জন্য সাপসহ বিষাক্ত প্রাণী গ্রামটিতে আশ্রয় নিয়েছে। ঝোঁপ-ঝাড়, পুরাতন ইটের ঘর, ইট ও বিচলী গাদাসহ কাঁচা-পাকা বাড়ির আঙিনায় সাপ আশ্রয় নেয়াতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সালাউদ্দীন কাজল/এসএস/আরআইপি

Advertisement