সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে ২০১৯ শিক্ষা বর্ষের নতুন বই বিতরণের মাধ্যমে বই উৎসব পালন করা করেছে।
Advertisement
সোমবার (০৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটির মিলনায়তনে অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে অধ্যাপক এস এম আবু তাহেরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান।
আবুধাবি শেখ যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিবুল খন্দকার, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ওমর ফারুক, দূতাবাসের প্রথম সচিবসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা এ উৎসবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে দেশের সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে দেশ প্রেম সৃষ্টি করতে হবে। আগামীর সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে একজন আদর্শ নাগরিক হিসেবে তৈরি করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।’
Advertisement
উল্লেখ্য, প্রথম থেকে ১০ শ্রেণির ৮০০ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
এমআরএম/পিআর