রাজনীতি

আ. লীগকে নেতৃত্ব শুন্য করতেই গ্রেনেড হামলা

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করতেই ২১ আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। রোববার জামালপুর পৌর পাবলিক হল মিলনায়তনে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত কমিউনিটি পুলিশিং সংক্রান্ত এক মতবিনিয়ম সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মানুষ হত্যা করেছে, সম্পদ ধ্বংস করেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের সকল ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত মোকাবিলা করতে পুলিশের পাশে রয়েছে আওয়ামী লীগ। জঙ্গি তৎপরতা বন্ধ ও সন্ত্রাস মোকাবিলা করতে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাফুজুল হক নুরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।পরে সাবেক পৌরসভা চেয়ারম্যান মির্জা সাখাওয়াতুল আলম মনিকে সভাপতি করে জামালপুর পৌরসভা কমিউনিটি পুলিশের নতুন কমিটি গঠন করা হয়। শুভ্র মেহেদী/এসএস/পিআর

Advertisement