জাতীয়

মন্ত্রীদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধনমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবার শপথ নেয়ার পর মন্ত্রীদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Advertisement

এর আগে মঙ্গলবার সকাল ১০টার পর শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে যান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের হিসেবে অন্যান্য মন্ত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।

ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর শেখ হাসিনা সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের শপথ নেন।

Advertisement

ওই অনুষ্ঠানেই শেখ হাসিনার সরকারের ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নেন।

এফএইচএস/এমবিআর/জেআইএম