সাহিত্য

কাদের পলাশের কবিতা

সময়

Advertisement

এখানে মন পড়ে থাকে বছরের পর বছরদেহ ছুটে চলে সময়ের পীঠে।

কতবার সবুজ বদল করেছে রংকতবার শুনেছে ঝরাপাতার গোপন কান্না

অবহেলায় আমি হারিয়ে যাইআবার সন্ধান মেলে বহুদিন পরএক রৌদ্রঝরা জ্যৈষ্ঠের দুপুরে।

Advertisement

দখিনের জারুল গাছে বয়সের ছাপউপরে হাসি, রঙ-উচ্ছ্বাসভেতরে পোকা, অন্ধের বসবাস!

এসইউ/জেআইএম