বরগুনার আমতলীতে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে এ আইনজীবী। সোমবার দুপুরে এ্যাডভোকেট মিজানুর রহমান সিকদার এ মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করে ম্যাজিষ্ট্রেট বৈজয়ন্তী জানান, আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দন্ডবিধির ১৫৩(ক), ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় আদালতে মামলা হয়েছে।বাদী এ্যাডভোকেট মিজানুর রহমান সিকদার জানান, পবিত্র হজ, মহানবী (স.), তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয় বিরূপ মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলাটি করেন।উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্রের টাঙ্গাইল জেলা সমিতির মতবিনিময় অনুষ্ঠানে আবদুল লতিফ সিদ্দিকী ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন।
Advertisement