দেশজুড়ে

বীমা কর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বীমা কর্মী আব্দুল্লাহ আল মামুনকে (৩০) প্রকাশ্যে পিটিয়ে হত্যা মামলার মূল আসামি শ্যামলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক শ্যামল ফতুল্লার মাসদাইর এলাকার মনিরুজ্জামানের ছেলে।মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, র‌্যাব-১১ এর সহায়তায় শহরের চাষাঢ়া এলাকা থেকে শ্যামলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে হত্যার ঘটনায় নিহতের বাবা মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা বাদী হয়ে গ্রেফতারকৃত শ্যামলকে প্রধান আসামি ও ৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৭ জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। এসআই আরো জানান, আব্দুল্লাহ আল মামুন একটি ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী হলেও বাণিজ্য মেলাসহ বিভিন্ন মেলায় তিনি স্টল দেন। আর মেলায় স্টল বসানোর জন্য চীন যাওয়ার জন্য জনৈক এক ব্যক্তির কাছে ভিসার জন্য টাকা আর পাসপোর্ট দেয়। কিন্তু ভিসা নিয়ে নানাভাবে তাল বাহানা শুরু করলে মামুন চাপ সৃষ্টি করে। শনিবার বিকেলে ভিসা দেয়া নিয়ে ভুইগড়ে সালিশ বসানো হয়। সালিশি বৈঠকে যাওয়ার পর মামুনের বিপক্ষে অবস্থান নিয়ে শ্যামলসহ কয়েকজন মিলে তাকে এলোপাতারিভাবে পিটিয়ে হত্যা করে।        মো. শাহাদাৎ হোসেন/এসএস/পিআর

Advertisement