অর্থনীতি

জার্মানি গেলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জার্মানির বার্লিনে তৈরি পোশাক খাতের একটি উচ্চ পর্যায়ের একটি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন। দি ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট এবং জার্মান সোস্যাল এ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স- যৌথভাবে এর আয়োজন করেছে। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, এবারের সভায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সাপ্লাই চেইন নিশ্চিত করার লক্ষ্যে গত ৯ ডিসেম্বর, ২০১৪ তারিখে জার্মানি সঙ্গে বাংলাদেশের সম্পাদিত এমওইউ এর বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে।  সভায় দেশি-বিদেশি প্রতিনিধিসহ বিশ্বের গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ গ্রহণ করবেন। বাণিজ্যমন্ত্রী সভায় রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময়ে তৈরি পোশাক শিল্পের সাপ্লাই চেইনের বিভিন্ন পর্যায়ের কমপ্লায়েন্স প্রতিপালনের অগ্রগতি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এতে করে জার্মানিতে বাংলাদেশের তৈরি পোশাকের ভাবমূর্তি উজ্জল হবে এবং তৈরি পোশাক রফতানি বৃদ্ধিতে সহায়ক হবে। উল্লেখ্য, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশ। বাংলাদেশের রফতানি আয়ের প্রায় ৮০ ভাগ আসে তৈরি পোশাক রফতানি থেকে, প্রায় চার মিলিয়ন নারী পুরুষ এ শিল্পে কাজ করছে, তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পে শ্রমিকদের মজুরী, অধিকার নিশ্চিত করণ, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটিসহ কর্মবন্ধব নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ গুলো তুলে ধরা হবে। এতে করে ক্রেতাগোষ্টিকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হবে। এরপর মন্ত্রী সিংগাপুরে সিংগাপুরস্থ বাংলাদেশ হাই কমিশন ও মিডাস টাস এশিয়া (এমটিএ) এর যৌথ উদ্যোগে ২৭ আগস্ট সিংগাপুরে ‘বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট সামিট-২০১৫’-বিষয়ের উপর অনুষ্ঠিত সেমিনারে যোগদান করবেন। সেমিনারে বিশ্ব নেতৃবৃন্দ এবং সিংগাপুর, ভারত, মালয়েশিয়া, বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। মন্ত্রী সেমিনারে বাংলাদেশের বাণিজ্য ও নিবিয়োগ পরিবেশ তুলে ধরবেন। বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে এ সেমিনার অনুঘটক হিসেবে কাজ করবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সেমিনারে মন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান শুভাশীষ বসু। তোফায়েল আহমেদ পবিত্র ওমরা হজ পালন শেষে আগামী ২৯ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।এসএ/এসএইচএস/এমআরআই

Advertisement