খেলাধুলা

মেসিকে ছাড়িয়ে রোনালদোকে ছোঁয়ার অপেক্ষায় ছেত্রি

ক্রীড়াঙ্গনে ভারতের সাফল্যের প্রায় সবকিছুতেই জড়িয়ে ক্রিকেট দলের নাম। কপিল দেবম আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভারতকে সাফল্য এনে দিয়েছেন ক্রিকেট মাঠে।

Advertisement

সে তুলনায় অন্যান্য খেলায় বেশ পিছিয়ে ভারত। তবে দলগত সাফল্যে না হলেও ব্যক্তিগত সাফল্যে ফুটবল মাঠে ইতিহাস গড়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনিল ছেত্রি। আন্তর্জাতিক গোলসংখ্যায় পেছনে ফেলে দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে

এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে ছেত্রীর চেয়ে বেশিসংখ্যক গোল রয়েছে কেবল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। রোববার এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে টপকে যান ছেত্রি।

সে ম্যাচে থাই ফুটবল দলের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে ভারত। দলের জয়ে দুই গোল এসেছে অধিনায়ক ছেত্রির পা থেকে। এ দুই গোলের পর আন্তর্জাতিক ফুটবলে ছেত্রির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬৭। যা কি-না ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাকে ১৮ নম্বরে তুলে দিয়েছে।

Advertisement

তবে এখনো খেলছেন এমন ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গিয়েছেন ছেত্রি। এতোদিন ধরে লিওনেল মেসির সমান ৬৫ গোল ছিলো তার। রোববার জোড়া গোল করে ছাড়িয়ে গিয়েছেন মেসিকে। রোনালদোর নামের পাশে আন্তর্জাতিক গোলসংখ্যা ৮৫। আর মাত্র ১৯ গোল করলেই রোনালদোকেও ছাড়িয়ে যাবেন ছেত্রি।

আরআর/এসএএস/পিআর