লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। গ্রিজম্যানের একমাত্র গোলে লাস পালমাসকে হারিয়েছে দিয়াগো সিমিয়নির শিষ্যরা। শনিবার রাতে নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালদরনে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে অ্যাতলেটিকো। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় তারা। প্রায় ২৫ গজ দুর থেকে ফ্রি-কিক করেন আন্তোনিও গ্রিজম্যান। এই ফরাসি স্ট্রাইকারের দুর্দান্ত শট প্রতিপক্ষের খেলোয়াড়ের মাথায় লেগে দিক পালটে বল জালে জড়ায়। এরপর বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখেও ব্যবধান বাড়াতে পারেনি অ্যাতলেটিকো। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল লাস পালমাস। ফ্রি-কিক থেকে পাওয়া বলে ডেভিড সিমোনের হেড ক্রসবারে লেগে ফিরে যায়। ৭২ মিনিটে আবার সুযোগ পায় লাস পালমাস। কর্নার থেকে পাওয়া বলে আলতো টোকায় বল এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার আইথামি অলিভা। গোলরক্ষক ঝাপিয়ে পরে ঠেকালে বল ক্রসবারে লেগে ফিরে আসে। খেলার শেষ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো। স্প্যানিশ মিডফিল্ডার কোকের ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তাই ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নদের। আরটি/একে/পিআর
Advertisement