চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে ফেনসিডিলসহ বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে আটক করছে বিজিবির সদস্যরা। রোববার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ এ রায় দেন।আটককৃত শিক্ষার্থীরা হলেন- ঝিনাইদহ শহরের মোতালেব হোসেনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র রেজওয়ানুল হাসান, আব্দুল মালেকের ছেলে এশিয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র গোলাম সরওয়ার ও মতিয়ার রহমানের ছেলে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাতজিম আহম্মেদ।গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহসিন আলী জানায়, রোববার সন্ধ্যার দিকে গয়েশপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা হেলেন্দা পুকুরের কাছ থেকে তাদের ফেনসিডিলসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ এ রায় দেন।
Advertisement