মালয়েশিয়ায় একটি গণকবর থেকে ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের বুকিত ওয়াং বার্মা এলাকার একটি জঙ্গলে এসব দেহাবশেষ পাওয়া গেছে। রোববার দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রোববার মালয়েশিয়ান পুলিশ এক বিবৃতিতে জানায়, থাই সীমান্তে বুকিট ওয়াং বার্মা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করেছে। এসব দেহাবশেষ মেডিকেল বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগেও ওই এলাকার কাছেই গত মে মাসে কয়েক শ’ মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল।থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের গভীরজঙ্গল এলাকাটি মানবপাচারকারীরা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে। এই এলাকা দিয়েই মিয়ানমার ও বাংলাদেশিদের মালয়েশিয়ায় পাচার করা হয়। এছাড়া পাচার হয়ে আসা এসব নাগরিকদের কাছ থেকে মুক্তিপণের দাবিতে নির্যাতন করে মানবপাচারকারীরা।এর আগে গত মে মাসে থাইল্যান্ডের সঙ্খলা প্রদেশের একটি জঙ্গলে গণকবরের সন্ধান পাওয়া যায়। এসব গণকবর থেকে মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের দেহাবশেষ উদ্ধার করা হয়। গত জুলাইয়ে থাই প্রশাসন ৭২ মানবপাচারকারীর পরিচয় প্রকাশ করে। চলতি মাসে ২২ মানবপাচারকারীকে আটক করেছে থাই পুলিশ।তবে উদ্ধার হওয়া নতুন ২৪ দেহাবশেষ মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কিনা তা নিশ্চিত করতে পারেনি মালয়েশিয়ার পুলিশ।এসআইএস/এসএইচএস/পিআর
Advertisement