আন্তর্জাতিক

ধুরন্ধর শত্রু ঠেকাতে পাক সীমান্তে নয়াদিল্লির লেজার বেড়া

পাক-ভারত অভিন্ন সীমান্তের অরক্ষিত অঞ্চলগুলোতে লেজার বেড়া স্থাপন করেছে নয়াদিল্লি। পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।

Advertisement

দেশটির গণমাধ্যম বলছে, ৪০ ইউনিট লেজার বেড়া তৈরি করেছে নয়াদিল্লি। এ সব বেড়া দিল্লিভিত্তিক লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার (লাসটেক) তৈরি করেছে। পাক-ভারত অভিন্ন সীমান্তের বিশেষভাবে অরক্ষিত অঞ্চলে এসব বেড়া স্থাপন করা হয়েছে। অদৃশ্য এসব বেড়া একই সঙ্গে সংকেত প্রদানকারী যন্ত্র হিসেবেও কাজ করবে।

ভারতীয় এক কর্মকর্তা বলেছেন, সীমান্তে বিদ্যুৎ-বেড়া রয়েছে। কিন্তু শত্রুরা অতিশয় ধুরন্ধর উল্লেখ করে তিনি আরো বলেন, তারা এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করেছেন। এটি ছিটিয়ে দিয়ে বিদ্যুৎ-বেড়া অকেজো করে দেয়। তারপর বেড়া কেটে ভারতে অনুপ্রবেশ করে। পার্সট্যুডে।

এসআইএস/পিআর

Advertisement