দেশজুড়ে

৪ মাসেই সড়ক ভেঙে একাকার

বরিশালের আগৈলঝাড়ায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে সওজের সড়ক সংস্কার কাজ শেষ হওয়ার চার মাসের মাথায় তা ভেঙে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় উপক্রম। এ ব্যাপারে সওজকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দিপাড় থেকে ফুল­শ্রী পর্যন্ত ৩.২০কি.মি সড়ক সংস্কারের জন্য ৫৯ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগ চলতি বছরে প্রথম দিকে টেন্ডার আহ্বান করলে তালুকদার এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডারটি পায়। ঠিকাদারী প্রতিষ্ঠানকে চলতি বছরের ১৪ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। তারা একই বছরের ১৪ এপ্রিল সংস্কার কাজ শেষ করে। তবে স্থানীয় একটি সূত্রে জানায়, কাজটি ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ থেকে স্থানীয় এক ঠিকাদার নিয়ে কাজটি বাস্তবায়ন করেছেন। তাদের সংস্কার কাজের মান হয়েছে নিম্নমানের এবং সড়কের পাশে পাইলিংয়ের খুটি গুলো গর্তে বেশি না দেওয়ায় কাজ শেষের চার মাসের মধ্যে সড়ক ভেঙে যায়। কাজের সময় সওজের লোকজন নিম্নমানের কাজ দেখলেও অজ্ঞাত কারণে তারা কোনো প্রতিবাদ করেননি। সড়ক ভেঙে যাওয়ায় বর্তমানে যানবাহন চলাচল বন্ধ হওয়ার পথে। রাতে এ সড়কে ঘটছে অহরহ দুর্ঘটনা। বরিশাল সওজকে এ ব্যাপারে জানানো হলেও ঠিকাদার প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে সওজের উপ-সহকারী প্রকোশলী মো.মোতালেব মিয়া সাংবাদিকদের জানান, আমি মে মাসে যোগদান করেছি। আমার আগে সাওখাত নামে এক উপ-সহকারী প্রকৌশলী ওই কাজের দায়িত্বে ছিলেন। তিনি কি করেছেন তা আমার জানা নেই।  এমজেড/এমআরআই

Advertisement