টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ মাদক সম্রাট ও ছিনতাইকারী মাসুদুর রহমান ওরফে পালসার মাসুদকে গ্রেফতার করেছে। শনিবার সকালে পুলিশ সদরের পোস্টকামুরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বাবার নাম মৃত বজলুর রহমান (বুরজু মুন্সি)। পরে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ কারাদণ্ড দেন।পুলিশ জানায়, মাসুদুর রহমান ওরফে পালসার মাসুদ দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছেন। এর আগে মাসুদ বিভিন্ন অপরাধমূলক মামলায় একাধিকবার জেলে গেছেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। গত প্রায় দুই মাস আগে সে জামিনে বেরিয়ে এসে আগের মতই ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে বলে পুলিশ জানায়। এরই মধ্যে গত এক সপ্তাহ আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করেন বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ শনিবার তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা দিয়ে জেল হাজাতে পাঠায়। মাসুদ দুটি বিয়ে করেছেন। মাসুদ সাত বছরের এক মেয়ে ও তিন বছরের একটি ছেলে সন্তানের জনক। মাসুদ প্রায় দুই যুগ আগে বিপদগামী হয়ে এই অপরাধ জগতে আসেন বলে এলাকাবাসী জানিয়েছেন।মির্জাপুর থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, মাসুদ পুলিশের কাছে পালসার মাসুদ হিসেবে পরিচিত। মাসুদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে তার সহযোগীদের নিয়ে পালসার মোটরসাইকেল ছিনতাই করে থাকেন। তাছাড়া সদরের হাসপাতাল রোডে বিভিন্ন কৌশলে ছিনতাই করে থাকেন বলে তিনি উল্লেখ করেন।এমজেড/আরআইপি
Advertisement