জাতীয়

প্রবাসীদের জন্য পুলিশের সহায়তা ডেস্ক

প্রবাসী ‘রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগে আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে প্রবাসী সহায়তা ডেস্ক চালু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। শনিবার (৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে’র সিভিক সেন্টারে এ ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম মিনা বলেন, ‘প্রত্যেক থানায় আজ থেকে হেল্প ডেস্ক চালু করা হলো। প্রবাসীরা যেন হয়রানির শিকার না হন সেজন্য সব বিভাগে চিঠি লিখব। প্রবাসীদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয় সেটি নির্দেশনা দেয়া হবে।’

তিনি বলেন, ‘প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তা না হলে আমরা এলসি খুলতে পারতাম না। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনি সহায়তা দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রবাসীদেরকে ডেস্কের হট নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, প্রবাসী সহায়তা ডেস্কের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা জানাতে ও অভিযোগ করতে পারবেন। ডেস্কের হটলাইন, ই-মেইল ও ফ্যাক্স বার্তা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ জানানো যাবে। প্রবাসীর দেশীয় স্বজন ও পরিবারও এখান থেকে সেবা নিতে পারবেন।

Advertisement

এদিকে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদেরর সভাপতি ইফতেখার হোসাইন বাবুল বলেন, ‘দীর্ঘদিনের দাবি ছিল প্রত্যেক উপজেলায় একটি হেল্প ডেস্ক করার। আজ সেটি পেয়েছি। চট্টগ্রামের প্রবাসীরা আর ঢাকায় দৌড়াতে হবে না।’

প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরী বলেন, ‘আমাদের প্রবাসীরা সবাই নিরীহ। অনেক কষ্ট করে টাকা আয় করেন। কিন্তু দেশে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। আশা করছি পুলিশের এ উদ্যোগ তাদের আশার মুখ দেখাবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও প্রশাসন) এ কে এম এমরান ভূঁঞার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পু্লিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, কাতার সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ, জাপান প্রবাসী সিআইপি মোহাম্মদ কাজি সারওয়ার হাবিব।

এ ছাড়া দুবাই প্রবাসী নুর আলম সিকদার, আলাউদ্দিন, নাসির সিকদার, সেলিম উদ্দিন, ওমান প্রবাসী নিউরো সার্জারি চিকিৎসক নাজিম উদ্দিন, মোসাদ্দেক চৌধুরী সিআইপি, জসিম উদ্দিন, কাতার প্রবাসী আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এমআরএম/জেআইএম