লাইফস্টাইল

শীতে রুক্ষ চুল সুন্দর করার উপায়

শীত মানেই শুষ্কতা ও রুক্ষতা। আমাদের ত্বকে তো বটেই, শীত তার রুক্ষতার চিহ্ন রাখে আমাদের চুলেও। ঝলমলে চুলগুলোও শীতের তীব্রতায় প্রাণ হারাতে থাকে। মূলত ঠান্ডা আবহাওয়া ও শীতে কিছুটা যত্নের অভাবেই চুলের এমন দফারফা অবস্থা হয়। শীতের সময় নিয়ম মেনে চুলের যত্নে অনীহা দেখা যায় অনেকের মধ্যেই।

Advertisement

আরও পড়ুন: ত্বকের যত্নে হলুদের ৫ কার্যকরী ব্যবহার 

কর্মব্যস্ত রুটিনে প্রতিনিয়ত চুলের যত্নের জন্য অনেকটা সময় ব্যয় করতে পারেন না অনেকেই। তারপরেও নামমাত্র খরচে একটি সহজ কৌশল অবলম্বন করলেই চুলের রুক্ষতা ও গোড়া ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলতে পারে সহজেই-

প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে হাতে কিছুটা সময় রাখুন। একটি পাত্রে নারিকেল তেল, জোজোবা অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে নিন। জোজোবা কিংবা অলিভ অয়েল না থাকলে কম খরচে ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন।

Advertisement

তেলের ওই মিশ্রণকে প্রথমে ফুটিয়ে নিন। ফোটানোর সময় এতে কাঁচা আমলকির টুকরো ও কিছুটা লেবুর রস যোগ করুন। হালকা গরম অবস্থায় চুলের গোড়ায় এই মিশ্রণ লাগান এক দিন পর পর। সারা রাত মাথায় স্কার্ফ বেঁধে রাখুন। পরের দিন গরম পানিতে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না।

আরও পড়ুন: পাতলা চুল ঘন দেখানোর ৫ উপায় 

এভাবেই সহজ উপায় অবলম্বন করে শীতের রুক্ষতা থেকে চুল তো বাঁচবেই, সেইসঙ্গে চুল মজবুতও হবে।

এইচএন/এমকেএইচ

Advertisement