আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে আবার শুনানি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি বলেন, আগামী ৬ সেপ্টেম্বর আব্দুল লতিফ সিদ্দিকীর এমপি পদ নিয়ে বিতর্কের পরবর্তী শুনানির দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিনই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।ইসি সচিবালয়ের নিজ কক্ষে রোববার শুনানি শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। শাহ নেওয়াজ বলেন, লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য থাকা না থাকা নিয়ে শুনানি করেছি। তিনি পদত্যাগ করে তার সমস্যার সমাধান করবেন এবং এজন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন। এজন্য তিনি সময় চেয়ে আবেদনও করেছেন। তার শুনানি মুলতবির আবেদন গ্রহণ ও মঞ্জুর করে আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন শুনানিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময়ের মধ্যে পদত্যাগ করলে কি হবে এমন প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, এর মধ্যে তিনি যদি পদত্যাগ করেন, তা নির্দিষ্ট মতে নির্দিষ্ট আইন মেনে নির্দিষ্ট ব্যক্তির কাছেই করতে হবে। পদত্যাগের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য আসলে আমরা ৬ সেপ্টেম্বরই সিদ্ধান্ত নেবো। এর আগে এমপি পদ থেকে নিজেই পদত্যাগ করবেন বলে জানান আওয়ামী লীগের সাবেক এই নেতা। রোববার সকালে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়ে বের হয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, মাননীয় স্পিকারের কাছে আমার পদত্যাগ পত্র পাঠিয়ে দেব। এর আগে এমপি পদ বাতিলের শুনানিতে অংশ নেওয়ার জন্য সকালে নির্বাচন কমিশনে (ইসি) যান আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী ও তার আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। আর আওয়ামী লীগের পক্ষ থেকে গিয়েছেন দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সহ সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।প্রসঙ্গত, গত বছর পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় দলীয় সদস্য পদ ও মন্ত্রিত্ব হারানোর পর এবার সংসদ সদস্য পদও হারাতে বসেছেন আবদুল লতিফ সিদ্দিকী।# নিজেই পদত্যাগ করবেন লতিফ সিদ্দিকীএইচএস/এআরএস/এমআরআই
Advertisement