রাজনীতি

মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ

মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপ নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Advertisement

শনিবার জাতীয় সংসদে স্পিকারকে দেয়া এক চিঠিতে এইচএম এরশাদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ও পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত করা হলো।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে স্পিকারকে অনুরোধ জানান সাবেক এই রাষ্ট্রপতি।

Advertisement

৪ জানুয়রি স্বাক্ষরিত এই চিঠি আজ (শনিবার) স্পিকারের কাছে হস্তান্তর করা হয়।

এমইউএইচ/এমএমজেড/এমএস