জাতীয়

ভাটারায় পুলিশ সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীর ভাটারার থানাধীন একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) সকালে ১৮৭ ছৈলমাইদ পূর্বপাড়ার ভাড়া বাসা থেকে মিনা আক্তার (২৫) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

Advertisement

ভাটারা থানার ডিউটি অফিসার নূর ইসলাম জানান, ওই নারীর স্বামীর নাম সোহেল রানা। তিনি ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের সুরতহাল করা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম রাজন জানান, আমরা বাসায় গিয়ে ওই নারীর মরদেহ বিছানায় শোয়ানো অবস্থায় পেয়েছি। স্বামী সোহেলের দাবি করেছেন, নিহত মিনা আক্তার রাতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গলায় ফাঁসি দেয়ার চিহ্নও দেখা গেছে।

তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Advertisement

জেইউ/আরএস/এমকেএইচ