পাকিস্তানের বন্দর নগরী করাচিতে চলবে গোবর-নির্ভর বাস। গোবর ব্যবহার করে উৎপাদিত বায়োগ্যাস দিয়ে বাস চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে করাচি প্রশাসন। আগামী ২০২০ সাল থেকে দেশটিতে প্রায় ২০০ বাস চলবে।
Advertisement
আন্তর্জাতিক সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ সহায়তায় বাস ব়্যাপিড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক (বিআরটি) প্রকল্পের আওতায় এর কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় পাকিস্তানের সবচেয়ে বড় এ শহরে ২০০ বাস চলবে।
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের জলবায়ু বিষয়ক উপদেষ্টা মালিক আমিন আসলাম বলেছেন, গ্রিন ক্লাইমেট ফান্ডের অনুমোদনকৃত এটিই প্রথম প্রকল্প। এতে পরিবেশগত ও অর্থনৈতিক লাভের সুযোগ রয়েছে। এ খাতে কোনো ভর্তুকিও দিতে হবে না।
প্রকল্প চালু হলে প্রতিদিন ৩ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন এবং ৩০ বছরের মধ্যে ২৬ লাখ টন কার্বনডাই অক্সাইড নির্গমন রোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি।
Advertisement
দেশটির বিআরটির সীমানায় মোট ৩০ কিলোমিটার সড়ক রয়েছে। ১৫ লাখ অধিবাসী রয়েছেন। প্রকল্পের আওতায় এ পথে ২৫টি নতুন বাস স্টেশন যুক্ত করা হবে। একই সঙ্গে সড়কের পাশে ফুটপাত উন্নয়ন, সাইকেল লেন ও বাইক লেনের ব্যবস্থা করা হবে। সূত্র : ডয়েচে ভেলে
আরএস/এমএস