আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে কোথায় দাফন করা হবে তা নির্ধারণ করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
Advertisement
মরহুমের পরিবারের সদস্যরা রাজধানীর বনানী কবরস্থানে বাবা সাবেক রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও মায়ের কবরের পাশেই তাকে দাফন করতে চাচ্ছেন।
এ বিষয়ে সৈয়দ আশরাফের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বনানী কবরস্থানে বাবা ও মায়ের কবরের ওপরই ভাইয়ের কবর হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। তার (শেখ হাসিনা) সিদ্ধান্তের ওপরই নির্ধারণ হবে কোথায় ভাইয়ের মরদেহ দাফন হবে।
উল্লেখ্য, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বৃহস্পতিবার) ইন্তেকাল করেন সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার তার মরদেহ দেশে আসার কথা রয়েছে।
Advertisement
এফএইচএস/এমএমজেড/এমএস