আগামী ১ সেপ্টেম্বর মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। শুধু তাই নয়, কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ডেও নয়া মেরুকরণ শুরু হয়েছে। কাউন্সিলমুখী হয়ে উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের কয়েক মাস আগে এ কাউন্সিলকে বেশ গুরুত্ব দিচ্ছেন দলের নেতাকর্মীরা। শুধু দলীয় পরিসরেই নয় বিরোধী শিবিরেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে এই কাউন্সিল। কাউন্সিলের তারিখ ঘোষণার পরপরই সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীদের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বেড়ে গেছে পদ প্রত্যাশী নেতাকর্মীদের দৌড়ঝাঁপ। বসে নেই তাদের সমর্থকরাও। সম্ভাব্য প্রার্থীদের গন্তব্য এখন কাউন্সিলরদের দ্বারে দ্বারে। কাঙ্খিত ভোটটি নিজের পক্ষে আনতে সব রকমের চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কারা আসতে পারেন নেতৃত্বে তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। সবমিলিয়ে নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে মাটিরাঙ্গার রাজনৈতিক অঙ্গন।প্রার্থীদের অনেকেই জেলা উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে দলের সংশ্লিষ্ট একাধিক সূত্র এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ তাদের প্রার্থীতা ঘোষণা না করলেও সভাপতি পদে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ ফরাজী আর সাধারণ সম্পাদক পদে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন ও মাটিরাঙ্গা পৌর শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. হাফেজ পাটোয়ারী এ ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে ছুটে চলেছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে গিয়েও বহিষ্কারাদেশ থাকায় প্রার্থীতা থেকে ছিটকে পড়েছেন পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম। সর্বশেষ গেল ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিলর অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এম এম জাহাঙ্গীর আলম সভাপতি ও পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। প্রসঙ্গত, আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কাউন্সিলে পৌরসভাধীন ৯টি ওয়ার্ড অওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের ১৭ জন করে ১৫৩ জন, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৬৫ জন ও পৌর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের ১১ জন সদস্য তাদের ভোটাধিকারের মাধ্যমে দলটির নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা। এমএএস/এমএস
Advertisement