ঐক্যফ্রন্টের নির্বাচিতদের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে যে কোনো জোট বা দল প্রতিবাদ করতেই পারে। এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। স্মারকলিপি যদি দিয়ে থাকে তাহলে ভালো। তবে আমরা আশা করবো, নির্বাচিতরা শপথ গ্রহণ করবেন, সংসদে তারা ভূমিকা রাখবেন।
Advertisement
বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
১৪ দলের মুখপাত্র বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর যে আস্থা স্থাপন করেছেন, আমাদের চ্যালেঞ্জ হলো সাম্প্রদায়িক সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জঙ্গিমুক্ত হয়েছে, আজকে আলোকিত বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে। তরুণ সমাজ এবং নারীরা পর্যন্ত আজকে মুক্তিযুদ্ধের চেতনার শক্তির বিজয়ের জন্য কাজ করেছে।
এর আগে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, জাদসের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বনানী কবরো স্থানে ১৫ আগস্টের ঘটনায় নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Advertisement
এফএইচএস/জেডএ/জেআইএম