আন্তর্জাতিক

এল সালভাদরে কারাগারে সংঘর্ষে নিহত ১৪

এল সালভাদরের উত্তরাঞ্চলের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ১৪ বন্দী নিহত হয়েছে। কারাগারে অপরাধী চক্রের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  দেশটির ব্যারিও-১৮ অপরাধী চক্রের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কুয়েজালতেপেক কারাগারে সহিংস এই ঘটনা ঘটেছে। কারাগারটির দুটি পৃথক স্থান থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।প্রেসিডেন্ট ভবনের যোগাযোগ সচিব এউগেনিয়া শিকাস জানান, আগামী কয়েকঘন্টার মধ্যে রক্তপাতের এই ঘটনার ব্যাপারে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে। কারা কর্তৃপক্ষ এবং পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।এল সালভাদরে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্বের সবচেয়ে বেশি খুনের ঘটনাও এই দেশটিতে ঘটে থাকে। বুধবার দেশটির পুলিশ জানায়, গত তিন দিনে দেশটিতে ১২৫টি খুনের ঘটনা ঘটেছে। এসআইএস/পিআর

Advertisement