এরিনা আযহা। বয়স মাত্র সাত বছর। বাবা হেদায়েত হোসেনকে ছাড়া কাটেনি একটি দিনও। প্রতিদিনই সকালে স্কুলে যাওয়া-আসা বাবার হাত ধরেই। কিন্তু সেই বাবা গত তিন দিন আসেনি তার কাছে। কেন আসেনি তা এই বয়সে বোঝার ক্ষমতা তার নেই। তবুও বাবাকেই প্রতিনিয়ত খুঁজে ফিরছে সে।
Advertisement
গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে খুলনা-১ আসনের ফলাফল বিভ্রাট সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয় ঢাকা ট্রিবিউনে। সেই বিভ্রাটকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা-১ আসনের বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
সেই মামলায় গত ১ জানুয়ারি গ্রেফতার হন ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লা। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার থেকে তার রিমান্ড শুরু হয়েছে।
হেদায়েতের স্ত্রী লায়লা জানান, হেদায়েত গ্রেফতার হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত মেয়েটা শুধু বাবাকেই খুঁজছে। সবার কাছেই জানতে চাইছে বাবার কথা।
Advertisement
লায়লা আরও বলেন, হেদায়েত যা আয় করে তা দিয়েই মোটামুটিভাবে চলে যায় আমাদের। আমার শাশুড়ি অসুস্থ। তাকে প্রতিমাসেই পাঁচ হাজার টাকা দিতে হয়। কিন্তু ও (হেদায়েত) গ্রেফতার হওয়ার পর এখন সবকিছু এলোমেলো লাগছে। এখন ওর মামলার জন্য খরচ হবে অনেক। যা জোগাড় করা কঠিন হয়ে পড়বে। আজ থেকে হেদায়েতের রিমান্ড শুরু হলেও তার জামিনের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি।
আলমগীর হান্নান/এফএ/আরআইপি