বাংলাদেশ তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর এমপি বলেছেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ হতো না, পূর্ব বাংলা স্বাধীন হতো না, বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীও হতেন না।শনিবার ফটিকছড়ির নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয় হলরুমে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ‘স্পট মিটারিং’ কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, তখন বিএনপি নেত্রী রাজাকার জামায়াত শিবিরের সাথে আঁতাত করে জঙ্গি নেত্রীতে পরিণত হয়েছে। বোমা ফাটিয়ে নিরীহ মানুষ হত্যা করেছে। তাঁর নেতৃত্বে ২১ আগস্ট বোমা হামলা হয়েছে। তাকে অচিরেই জেলে যেতে হবে। যুদ্ধাপরাধের বিচার চলছে, রাজাকার জামায়াত শিবিরের রাজনীতিতো নিষিদ্ধ হবেই। তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। বিদ্যুতের সংযোগ দ্রুত পৌঁছে দিতে স্পট মিটারিং কার্যক্রম চলছে। ফটিকছড়ির স্বাভাবিক বরাদ্দের চাইতে আরো ৫০ কিলোমিটার বেশি বিদ্যুৎ লাইন নির্মাণ হবে। তাতে ফটিকছড়ির নতুন নতুন গ্রাম বিদ্যুতায়িত হবে। নানুপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পল্লী বিদ্যুত সমিতি রাউজানের জেনারেল ম্যানেজার আবু বক্র সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা মুক্তা, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী সমিতি-০২-আজাদী বাজার জোনাল অফিসের ডিজিএম নুরুল আলম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, তরিকত নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগ নেতা সৈয়দ বাকের, নাজিম মুহুরী, ইউপি সদস্য আমান উল্লাহ, রাজিয়া মাসুদ প্রমুখ। এসএইচএস/এমএস
Advertisement