জাতীয়

প্রথম দিন সংসদে গিয়ে যা বললেন মাশরাফি

এমপি হিসেব শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে প্রথম দিন জাতীয় সংসদে গিয়েই এলাকার উন্নয়নের কথা জানালেন তিনি। জানান, এলাকার উন্নয়নেই বেশি নজর দেবেন তিনি।

Advertisement

পাঞ্জাবি-পাজামা পড়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে সংসদ সচিবালয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এ ক্রিকেটার জাগো নিউজকে বলেন, আমার নিজ এলাকার উন্নয়নে আমি সবচেয়ে বেশি নজর দেব। কারণ, এলাকাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সে জন্য আমি একজন আইনপ্রণেতা হিসেবে চেষ্টা চালিয়ে যাব।

Advertisement

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৯টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২০, বিএনপি ধানের শীষ প্রতীকে ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে। 

এইচএস/আরএস/পিআর