মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে আশ্রয় এবং বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোন ক্রিকেটীয় সম্পর্ক স্থাপিত হতে পারে না বলে পরিস্কার বলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পাদক অনুরাগ ঠাকুর।নিজের টুইটারে এক বার্তায় অনুরাগ ঠাকুর লেখেছেন, ‘দাউদ ইব্রাহিম করাচিতে। পাকিস্তানের নেতারা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেখা করতে চায়। শান্তির বিষয়ে সত্যিই কি আপনারা আন্তরিক এবং আশা করছেন আমরা আপনাদের সঙ্গে ক্রিকেট খেলব?’ এদিকে চলতি বছরের শেষের দিকে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের একটা টেস্ট সিরিজ খেলার কথা চলছিল। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজ নিয়ে খুবই আশাবাদী ছিল। ভারত ক্রিকেট বোর্ড বেশ ইতিবাচক ছিল। তবে সম্প্রতি ভারতের পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পর সব হিসাব পাল্টে গেছে। এ ঘটনার পরই ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানের সঙ্গে কোন ধরণের ক্রিকেটীয় সম্পর্কের কথা এখনই ভাবা হচ্ছে না। ক্রিকেট এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পরে না। এদিকে পাকিস্তানে দাউদ ইব্রাহিমের ৯টা বাড়ি আছে ভারতীয় গোয়েন্দাদের হাতে এমন প্রমাণ এসেছে বলে খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। তার মধ্যে একটা আবার বেনজির ভুট্টো-আসিফ আলি জারদারির ছেলে বিলওয়াল ভুট্টোর বাড়ির পাশে।এমআর/এমএস
Advertisement