‘আমি ৩০ বছর ধরে বিবাহিত। কিন্তু এখনও আমি বেডরুমে স্ত্রী পোশাক পরিবর্তন করলে নক করে ঢুকি। এমনকি সুহানার ঘরেও নক করে ঢুকি।’ স্ত্রীর নাম বলায় নিশ্চয় চিনতে পেরেছেন? হ্যাঁ, বিয়ের তিন দশক পরেও এমন সৌজন্য ধরে রেখেছেন শাহরুখ খান।
Advertisement
সম্প্রতি এক সাক্ষাত্কারে #মিটু প্রসঙ্গে বলতে গিয়ে এমন জবাব দেন শাহরুখ। বলেন, ‘আমি আমার ২১ বছরের ছেলেকে মেয়েদের শ্রদ্ধা করতে শেখাই। কাউকে অশ্রদ্ধা করা বড় কাজ নয়। বরং শ্রদ্ধার সঙ্গেই জড়িয়ে ভালোবাসা ও রোমান্স।’
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সমানাধিকার নিয়ে বিশ্বাসী নন শাহরুখ। তিনি মনে করেন, সমানাধিকার মানে কারও দুর্বলতাকে শ্রদ্ধা করা।
এদিকে এখনও শত কোটির ক্লাবে ঢুকতে পারেনি ‘জিরো’। এর মধ্যেই মুক্তি পেয়েছে ‘সিম্বা’। শাহরুখের এ মন্তব্য ‘জিরো’র ব্যবসাকে মজবুত করবে কি না সেটাই এখন দেখার বিষয়।
Advertisement
আরএস/পিআর