অর্থনীতি

১৫৬ কোটি টাকা ব্যয়ে তেলের ট্যাংকার কিনবে বিএসসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের রাষ্ট্রয়াত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) তেলের ট্যাংকার কেনার সিদ্ধান্ত নিয়েছে।সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে ট্যাংকার কেনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৯ বছরের পুরনো একটি ডাবল হাল্ড অয়েল ট্যাংকার কিনবে। ১৫ হাজার ৮৫৭ ডিডব্লিউটি ধারণক্ষমতা সম্পন্ন এ ট্যাংকার ক্রয় করতে ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ১১ লাখ টাকা।উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এআরএস/পিআর

Advertisement