আন্তর্জাতিক

পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চীন

পাকিস্তানের জন্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানিয়ে দিচ্ছে চীন। এরকম অন্তত চারটি জাহাজ বানিয়ে দেবে তারা। প্রথমটা বানানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ভারত মহাসাগরে শক্তি বজায় রাখতেই এই যুদ্ধজাহাজ বানানোর উদ্যোগ নিয়েছে চীন।

Advertisement

এই জাহাজে থাকবে আধুনিক ডিটেকশন ও ওয়েপন সিস্টেম। যে কোনও জাহাজ বা সাবমেরিনের বিরুদ্ধে আঘাত করার সব ব্যবস্থা থাকবে এই জাহাজে। চীনের কাছে থাকা গাইডেড মিসাইল ফ্রিজেটের অনুকরণেই তৈরি হবে পাকিস্তানের এই জাহাজ।

এই জাহাজটি ০৫৪এপি টাইপের। পাকিস্তান নেভি আগেই জানিয়েছিল যে, তারা এই ধরনের চারটি জাহাজের অর্ডার দিয়েছে। কিছুদিন আগেই শোনা গেছে, গোপনে চীনের সঙ্গে হাত মিলিয়ে ফাইটার জেট তৈরি করছে পাকিস্তান। সে খবর ফাঁস হয়েছে নিউ ইয়র্ক টাইমসে।

মার্কিন ওই সংবাদপত্রে বলা হয়েছে, প্রকাশ্যে বাণিজ্যিক বোঝাপড়ার কথা বলা হলেও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের পেছনে লুকিয়ে আছে যুদ্ধবিমান বানানোর গোপন কার্যকলাপ। যে কারণে এই প্রকল্পে বিপুল টাকা বিনিয়োগ করছে চীন, যার পরিমাণ এই মুহূর্তে প্রায় ৬ হাজার ২শ কোটি মার্কিন ডলার। আর শুধু যুদ্ধবিমানই নয়, বানানো হবে আরও অনেক অত্যাধুনিক সামরিক অস্ত্র এবং যন্ত্রাংশ।

Advertisement

শুধু যুদ্ধবিমানই নয়, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক ডুবোজাহাজ তৈরির পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে চীন। সে ক্ষেত্রে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের গুয়াদার বন্দরকেই সামরিক ডুবো জাহাজের জ্বালানি ভরার কেন্দ্র হিসেবে ব্যবহার করবে বেইজিং।

টিটিএন/জেআইএম