কৌতুক- এক : যাদের সবকিছু পণ্ড হয় তারাই পণ্ডিতশিবরামের বাবা ছোটবেলায় শিবরামের বিভিন্ন রকমের বই পড়ার নেশা দেখে খুশি হয়ে বলেছিলেন- বাবা: ‘গ্রন্থি ভবতি পণ্ডিতঃ’ অর্থাৎ যারা বই নিয়ে পড়ে থাকে তারাই পণ্ডিত হয়।মা: ঠিকই বলেছেন তোর বাবা। যারা বই মুখে করে পড়ে থাকে সবসময়, তাদের সবকিছুই পণ্ড হয়ে যায়। সে জন্যই তারা পণ্ডিত।
Advertisement
> আরও পড়ুন- আজকের কৌতুক : বউ মারা যাওয়ায় সারপ্রাইজ
****
কৌতুক- দুই : জেলার কম্বলেই বাকি জীবনবেশ কিছুদিন থাকার পর জেল থেকে ছাড়া পেলেন শিবরাম। ছাড়া পাওয়ার সময় জেলার বলেছিলেন, ‘আপনার নিজের যা জিনিস আছে তা নিয়ে যেতে পারেন।’
Advertisement
নিজের বলতে তো কিছুই ছিল না। জেল থেকে দেওয়া দুটো কম্বল ছিল, যা নিয়ে যাওয়ার কারও নিয়ম নেই। তবু শিবরাম কী করে যেন ওই দুটোকে বগলদাবা করে বেরিয়ে পড়লেন রাস্তায়।
তারপর মুক্তারামের তক্তারামে রসগোল্লার ওই দুটো কম্বল পেতেই কাটিয়েছেন বাকি জীবন।
> আরও পড়ুন- আজকের কৌতুক : কার বউ কেমন জানবেন যেভাবে
****
Advertisement
কৌতুক- তিন : ফুটপাতে শুয়ে আকাশ দেখাকবি সুনীল গঙ্গোপাধ্যায় তখন আনন্দবাজারে চাকরি করেন। একদিন দুপুরের দিকে এক সাহিত্যিক এসে খবর দিলেন, ‘শিবরামবাবুকে দেখলাম, অফিসের কাছেই ফুটপাতে চিৎ হয়ে শুয়ে আছেন। মনে হয় শরীর খারাপ!’
সুনীল সদলবলে ছুটলেন। গিয়ে দেখেন, সিল্কের পাঞ্জাবি আর ধুতি পরে শিবরাম টানটান শুয়ে আছেন ফুটপাতে।সুনীল: কী হল? শরীর খারাপ লাগছে?শিবরাম: না না, ফার্স্টক্লাস আছি। আসলে যেতে যেতে হঠাৎ মনে হল, ফুটপাতে শুয়ে আকাশটাকে দেখতে কেমন লাগে?’
এসইউ/পিআর