অশোভন আচরণের জন্য শ্রীলংকান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে জরিমানা করা হয়েছে। কলম্বোতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে আম্পয়ার আউট দেয়ার পর অশোভন আচরণ করায় থিরিমান্নেকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচের তৃতীয় দিনে ইশান্ত শর্মার বলে আম্পায়ার তাকে কট আউট দেয়া সত্বেও মাঠ ত্যাগ করার আগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ৬২ রান করা থিরিমান্নে। আইসিসি আরও জানায়, `আন্তর্জাতিক ম্যাচে আম্পয়ারদের সিদ্ধান্ত অবজ্ঞা করে থিরিমান্নে খেলোয়াড় আচরণ বিধির ২.১.৫ ধারা ভঙ্গ করেছেন।` থিরিমান্নে নিজের দোষ স্বীকার করেছেন এবং আইসিসি ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের দেয়া শাস্তি মেনে নিয়েছেন বলেও আইসিসির বিবৃতিতে বলা হয়েছে।এমআর/এমএস
Advertisement