জাতীয়

বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও জনগণের স্বার্থেই বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন।

Advertisement

নির্বাচনের দুইদিন পর মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ব্রাসেলস অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশের প্রাথমিক ফল প্রকাশে যোগাযোগ অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন।

তবে যাই হোক না কেন, নির্বাচনের দিন সহিংসতায় ক্ষয়ক্ষতি হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনী প্রচারণা ও ভোটদান প্রক্রিয়ায় বাধাদানও হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এসব অনিয়ম-অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, জানায় ইইউ।

Advertisement

ইউরোপীয় ইউনিয়নের আশা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের স্বার্থে আমরা (ইইউ) এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাব।

জেপি/বিএ