বরিশালের গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস কেএম পরিবহনের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরো কয়েকজন আহত হন। রোববার সকাল আটটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছেন। নিহতরা হলেন, গৌরনদী হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. জাহিদুল ইসলাম (২৮) , উপজেলা যুবদল নেতা শাহাজাদা শরীফ ও কাঁচামাল ব্যবসায়ী সিরাজ উদ্দিন।নিহত কনস্টেবল মো. জাহিদুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল এলাকায়। বাকি দুজনের বাড়ি গৌরনদী উপজেলায়।গৌরনদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী জাগো নিউজকে জানান, কেএম পরিবহন যাত্রী নিয়ে বরিশাল থেকে বেনাপোল যাচ্ছিলো। বেপরোয়া গতিতে গৌরনদী অতিক্রমকালে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কনস্টেবল মো. জাহিদুল ইসলামকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ডোবা থেকে অটোরিকশার যাত্রী যুবদল নেতা শাহাজাদা শরীফ ও কাঁচামাল ব্যবসায়ী সিরাজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় বাসটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে যান। চালককে আটকে অভিযান চলছে বলে জানান ওসি।সাইফ আমীন/এমজেড/এমএস
Advertisement