খেলাধুলা

নতুন বছরে নতুন চিন্তা সাব্বিরের

২০১৮ সালটা তার মোটেই ভালো কাটেনি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়ে এ বছর দুই দুইবার শাস্তি পেয়েছেন। প্রথমবার অর্থদন্ড আর ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ, আর পরেরবার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে পড়ে থাকা।

Advertisement

এক বছরে দুইবার শাস্তির খড়গ নেমে আসা। প্রথমে দেশের ক্রিকেট খেলতে না পারা আর পরেরবার জাতীয় দলের বাইরে ছিটকে পড়া। এ দুয়ের অনুভুতি কেমন? এ সময়টা কিভাবে কেটেছে? সাব্বির নিজেকে সামলেছেন কিভাবে?

আজ শেরেবাংলা স্টেডিয়ামের পাশের একাডেমি মাঠে সিলেট সিক্সার্সের প্র্যাকটিসের পর সাংবাদিকদের সাথে সাব্বির রহমানের আলাপেও উঠল এই প্রশ্ন। সাব্বির অকপটে স্বীকার করেছেন সময়টা ভাল কাটেনি মোটেই, ‘২০১৮ সালটা আমার অনেক খারাপ কেটেছে।’

তবে সাব্বির সে খারাপ সময় ভুলে থাকতে চান। নতুন বছরে নতুনভাবে চিন্তা-ভাবনা করতে চান। তাইতো মুখে এমন কথা, কাল রাতে শপথ করেছি, ভুলে গেছি। আজ নতুন বছরের প্রথম দিন, সামনে তাকিয়ে আছি।’

Advertisement

বারবার একই ভুল ক্যারিয়ারের হুমকি, এই আত্মউপলব্ধি কি এসেছে? এমন কঠিন প্রশ্নর মুখোমুখি হয়েও সাব্বিরের স্বীকারোক্তি, ‘হুম, আসলেই ভাই। অনেক বড় হুমকি।’

তা কি ওভারকাম করতে পেরেছেন? সাব্বিরের জবাব, ‘আসলে বলে তো সব কিছু করা যায় না। দেখি নিজে কতটুক করে দেখাতে পারি।’

তার দল সিলেট সিক্সার্সের হয়ে খেলতে আসবেন অসি তারকা ডেভিড ওয়ার্নার। তার কাছে কিছু জিজ্ঞেস করতে চান না তিনি। তবে সাব্বিরের অনুভব, ওয়ার্নারের কাছ থেকে অনেক কিছু শেখা যাবে।

তিনি বলেন, ‘আসলে জিজ্ঞেস করার কিছু নেই। ও কিভাবে থাকে, কিভাবে খেলে- ওর সাথে থাকতে থাকতে, খেলতে খেলত অনেক কিছু শেখা যাবে। ওকে প্রশ্ন করে তো সবসময় আনসার পাওয়া যাবে না। থাকতে থাকতেই একটা ভালো বন্ধুত্ব হলে সে নিজে থেকেই আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করবে।’

Advertisement

এআরবি/আইএইচএস/এমএস