জাতীয়

সাশ্রয়ী মূল্যে জ্বালানি দিতে চায় সরকার

‘বিদ্যুৎ বিভাগ বলল যে, দাম বাড়াও দাম বাড়াও আর আমরা দাম বাড়িয়ে দিলাম-এদিকে আমরা হাঁটব না। আমরা এক্ষেত্রে আরো দক্ষতা অর্জন করে জনগণকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি দিতে চায়।’ কথাগুলো বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Advertisement

মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তবে সম্প্রতি গ্যাসের মূল্য বৃদ্ধির যে উদ্যোগ নেয়া হয়েছিল, সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা-জানতে চাইলে তিনি সরাসরি কোনো জবাব দেননি।

প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো পরিকল্পনা গ্রহণের সময় শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পরিকল্পনা গ্রহণ করতে হয়। জ্বালানির ক্ষেত্র আমরা এভাবে পরিকল্পনা গ্রহণ করেছিলাম। গত ১০ বছরে শট টার্ম এবং মিড টার্ম পরিকল্পনাই সফল হয়েছি। এখন আগামীতে আমাদের লং টার্ম পরিকল্পনা বাস্তবায়নে দিকে এগিয়ে যেতে হবে।’

Advertisement

এমইউএইচ/এসআর/এমকেএইচ