একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
Advertisement
এছাড়া ওই ভবনে যে স্থানে বঙ্গবন্ধু শহীদ হয়েছিলেন সেখানেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনে শীর্ষ নেতারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ২৫৬ আসনে। এইউএ/এমএমজেড/এমকেএইচ
Advertisement